• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝুন’: বিএনপিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের হুঁশিয়ারি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সমাবেশ থেকে হামলার ঘটনায় বিএনপিকে 'ফ্যাসিবাদী আচরণ' পরিহার করার আহ্বান জানানো হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, "নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন। বিএনপিকে অবিলম্বে তাদের ফ্যাসিবাদী আচরণ পরিহার করতে হবে।"

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে তার কার্যক্রমের মাধ্যমে দেশের ছাত্রসমাজের আস্থা অর্জন করেছে এবং শিক্ষার্থীরা ছাত্রশিবিরের কার্যক্রমকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। ছাত্রশিবির একদিকে যেমন মেধাবীদের সংবর্ধনা দেয়, তেমনি কুরআন শিক্ষারও আয়োজন করে।

নোয়াখালীর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

সিবগাতুল্লাহ ইসলামের পক্ষে ছাত্রশিবিরের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, "ইসলামী ছাত্রশিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। তারা (হামলাকারীরা) আমাদের একটি দারসুল কুরআন বন্ধ করেছে; আমরা সারাদেশে লক্ষ দারসুল কুরআন চালু করবো। কুরআনের জন্য জীবন দিতে ছাত্রশিবির কখনো পিছপা হবে না।"

সমাবেশ থেকে হামলাকারীদের ছাত্রশিবিরের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে দ্রুত গ্রেপ্তার ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডে জড়িতদের বিচারও দাবি করা হয়।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের ও দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।