
স্বপ্নভূমি ডেস্ক: রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই প্রথম ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস লাইন লিকেজ বা কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি থেকে আগুন লাগতে পারে। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হতে পারে।
সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় মূলত গার্মেন্টস, কসমেটিকস ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। আগুনে বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মার্কেটটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় পাশের ভবন ও দোকানগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জননিরাপত্তার স্বার্থে মার্কেটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয়। তবে ঘটনার সময় মার্কেট খোলা ছিল কি না বা ভেতরে কতজন কর্মী ছিলেন—তা যাচাই করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ভবনের ভেতরে আগুনের তীব্রতা ও ধোঁয়ার ঘনত্ব বেশি হওয়ায় নিয়ন্ত্রণে সময় লাগছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ভবনের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থাগুলো কার্যকর ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।”
আপনার মতামত লিখুন :