প্রধান উপদেষ্টার সঙ্গে পাক হাইকমিশনারের বৈঠক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানি হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ইতোমধ্যে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উভয় দেশের ব্যবসায়ীরা নতুন নতুন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছেন। এই গতিশীলতা বজায় রাখতে এবং বাণিজ্য সম্প্রসারণে প্রধান উপদেষ্টা গুরুত্বারোপ করেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি বড় ঘোষণা দিয়ে হাইকমিশনার জানান, আগামী বছরের জানুয়ারি মাসেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।
শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ইমরান হায়দার জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছেন; বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে পড়ার সুযোগ বাড়ছে। এছাড়া পাকিস্তান লিভার ও কিডনি ট্রান্সপ্লান্টসহ উন্নত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দুই দেশের ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানিয়ে বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাফল্য অর্জনের জন্য জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (People-to-People Contact), সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, হাইকমিশনার ইমরান হায়দারের মেয়াদে উভয় দেশ নতুন নতুন যৌথ উদ্যোগ ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবে।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :