কোম্পানির অপরাধে কারাদণ্ডের বিধান বাতিল করছে সরকার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬
স্টাফ রিপোর্টার :
ঢাকা দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসায়িক আইনি কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে কোম্পানির মাধ্যমে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্টদের কারাদণ্ডের বিধান উঠিয়ে দিয়ে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও খসড়ার অনুমোদন দেওয়া হয়।
প্রেস সচিব বলেন, "আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল। বিনিয়োগকারীদের সুবিধার্থে তা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু অর্থদণ্ডের বিধান থাকবে। এর ফলে আমরা আশা করছি বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়বে।"
‘তথ্য উপাত্ত সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়ে শফিকুল আলম জানান, বিতর্কিত ‘ডেটা লোকালাইজেশন’ বা সব তথ্য দেশীয় সার্ভারে রাখার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার’ এবং ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ বজায় থাকবে।
‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া অনুমোদিত হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, একাডেমির বিভাগের সংখ্যা বাড়িয়ে ৯টি করা হয়েছে। বিভাগগুলো হলো—প্রশাসন ও অর্থ, থিয়েটার, চলচ্চিত্র, আলোকচিত্র, পারফর্মিং আর্ট, গবেষণা ও প্রকাশনা, নিউ মিডিয়া ও কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা এবং সংগীত ও চারুকলা। এছাড়া শিল্পকলা একাডেমির বোর্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি রাখার বিধান নিশ্চিত করা হয়েছে।
সভায় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ’-এর নীতিগত অনুমোদন এবং পরিবেশ মন্ত্রণালয়ের ‘এনডিসি থ্রি’ (NDC-3) প্রস্তাবের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতার হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে। আক্রমণকারীদের শনাক্তের প্রক্রিয়া চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :