
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে গ্রামের একটি বিলে এ রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে কৃষক মো. জাহাঙ্গীর শেখ (৬২) এবং তার ছেলে মো. নাহিদ শেখ (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন, যাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের মান্দার শেখের বিরোধ চলছিল। বুধবার দুপুরে জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই জমির পাট কাটতে গেলে মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮-১০ জনের একটি দল সেখানে গিয়ে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মান্দার শেখের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর শেখ মারা যান। গুরুতর আহত অবস্থায় তার ছেলে নাহিদ শেখকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনিও মারা যান। এ সময় আহত কৃষি শ্রমিক নয়নকে ভর্তি করা হয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত কবির শেখ (৪৬) কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :