• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আশরাফুল হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার করেছে র‍্যাব-৬


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ায় আশরাফুল হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পীসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর। পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১২ জুলাই রাত ৮টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় আশরাফুলকে কুপিয়ে গুরুতর আহত করে রিয়াজ হোসেন বাপ্পী ও তার সহযোগীরা। আশরাফুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, অভিযোগকারী রিয়াজ হোসেন বাপ্পীর সাথে নিহত আশরাফুলের পূর্ব থেকেই বিরোধ ছিল। রিয়াজ হোসেন বাপ্পীর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে কয়েক মাস আগে তার স্ত্রী সুমাইয়ার সাথে বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে আশরাফুলের সাথে সুমাইয়ার বিবাহ হলে বাপ্পী ক্ষিপ্ত হয়ে আশরাফুলকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।

ঘটনার পরপরই র‍্যাব-৬, যশোর ক্যাম্প অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ জুলাই বেলা ১১টা ৩৫ মিনিটে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন চারখাম্বার মোড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় ১নং আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮)-কে গ্রেফতার করা হয়। বাপ্পী ষষ্ঠীতলা (মোস্তাকের বাড়ির সামনে) এলাকার আব্দুল খালেকের ছেলে।

একই দিনে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভোলা ট্যাংক রোড এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাজীব হোসেন (১৯)-কেও গ্রেফতার করা হয়েছে। রাজীব হোসেন ষষ্ঠীতলা, ০৬নং ওয়ার্ড এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রিয়াজ হোসেন বাপ্পীর বিরুদ্ধে এর আগেও একটি অস্ত্র আইনে ও একটি মাদক আইনের মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব ফোর্সেস দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।