আজ থেকে কার্যকর নতুন দাম: রেকর্ড উচ্চতায় সোনা ও রুপা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
অর্থনীতি ডেস্ক, স্বপ্নভূমি :
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ২ লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
শনিবার (২৭ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দর আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়া হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশীয় বাজারে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম দাঁড়াচ্ছে:
- ২২ ক্যারেট: ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
- ২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন ঘোষণা অনুযায়ী:
- ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৬৫ টাকা।
- ২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৭৭৪ টাকা।
- ১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা।
- সনাতন পদ্ধতি: ৩ হাজার ৭৩২ টাকা।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এর আগে ২৩ ডিসেম্বর সোনার দাম বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও দাম বেড়ে নতুন মাইলফলক স্পর্শ করল এই মূল্যবান ধাতু।
আপনার মতামত লিখুন :