• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চূড়ান্ত হলো ১১ দলের আসন সমঝোতা: রাত ৮টায় আনুষ্ঠানিক ঘোষণা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর কোনো প্রতিনিধিকে অংশ নিতে দেখা যায়নি।

বৈঠক শেষে ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন সমঝোতার বিষয়ে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীকে জানাতে আজ রাত ৮টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ‘মুক্তিযোদ্ধা হলে’ (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং কোন দল কতটি আসনে বা কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে। জোটের শরিকদের মধ্যে নির্বাচনী ঐক্য বজায় রাখা এবং রাজপথের আন্দোলনকে ব্যালটের মাধ্যমে সফল করার লক্ষ্যেই এই সমঝোতা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনী রাজনীতির এই সন্ধিক্ষণে ১১ দলের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।