ঘুষের টাকাসহ আটক শিক্ষা অফিসারকে কারাগারে পাঠানোর আদেশ
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬
স্টাফ রিপোর্টার, যশোর
ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। যশোরের জেলা জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক এমএম মোর্শেদ এ আদেশ দিয়েছেন। একই সাথে উদ্ধার হওয়া ১ লাখ ২০ হাজার টাকা ট্রেজারিতে জমা দেয়ার আদেশ দিয়েছেন তিনি। এর আগে আটক আশরাফুল আলমকে আদালতে সোপর্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অভিযোগে জানা গেছে, বুধবার বিকেলে দুদক যশোরের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন ও সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালিয়ে আশরাফুল আলমের রুম থেকে আটক করেন। এ সময় উদ্ধার করা হয় ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা।
যশোর সদরের বসুন্দিয়া খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। গত ৩ মাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছিলেন। একপর্যায়ে তার হাতে ঘুষের ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এরপরও আরও ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য তিনি ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করেন। এ ঘটনা দুদকের সহকারী পরিচালক মো. আল-আমীন বাদী হয়ে দুর্নীতি দমন আইনে আটক আশরাফুলের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার সকালে আটক আশরাফুল আলমকে জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :