• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিএডিসির সার চুরির মামলায় বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তর রিমান্ডে


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
অভয়নগরের নওয়াপাড়া থেকে বিএডিসির ৭ ট্রাক (৪৮৪০ বস্তা) সার চুরির ঘটনায় আটক মেসার্স বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা কর্মচারীর একদিন করে রিমান্ড মঞ্জু করেছে যশোরের একটি আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেসে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন। 
এরা হলো, চাঁদপুর শাহারাস্তি থানার বরুলিয়া গ্রামের মৃত মনতোষ মজুমাদের ছেলে ও আকিজ লজিস্টিকসের সুপারভাইজার সুজন মজুমদার, চট্টগ্রাম খুলশী থানার রেলওয়ে কলোনীর টাগারপাস বটতলা এলাকার দুলাল দাসের ছেলে সহকারী ম্যানেজার বাবুল দাস ও নারায়নগঞ্জ বন্দর থানার উইলসন রোডের তরিকুল ইসলামের ছেলে ডেপুটি ম্যানেজার মাসুম বিল্লাহ। সোমবার আটক তিনজনকে আদালতে মাধ্যমে কারাগারে সোপর্দ করেছে পুলিশ। 
মামলার অভিযোগে জানা গেছে, বিএডিসির সার নওয়াপাড়া নদী বন্দর থেকে দেশের বিভিন্ন গোডানে পৌছানের দায়িত্ব পায় আকিজ রিসোর্স লিমিটেড। আকিজ রিসোর্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্সকে এ সার দেশের বিভিন্ন জেলার বিএডিসি গোডাউনে পৌছে দেয়ার দায়িত্ব দেয়া হয়। গত ৯ নভেম্বর নওয়াপাড়ার ঘাট থেকে ৭ টি ট্রাকে ৪৮৪০ বস্তা সার লোড দিয়ে রংপুর, রাজশাহী, নওগা, ফরিদপুর ও রাজবাদী বিএডিসির গোডানে পৌছানোর কথা ছিল। যার বাজার দর ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। সর নিয়ে ট্রাইগুলে গোডাউনে যায়। আাসমিরা ট্রাক চালকদের সাথে যোগসাজসে সার অন্যত্র বিক্রি দেয়।  এ ঘটনায় আকিজ রিসোর্স লিমিটেডের সহকারী ম্যানেজার (স্টোর ইনভেন্টর) এমরুল কায়েস বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অপরিচিত ১০/১২ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। এ ঘটনায় ওই তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।