যশোরে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪
স্টাফ রিপোর্টার,যশোর:
ডেভিট হান্ট ফেস ২ অভিযানে আওয়ামী লীগের ১২ জনকে আটক করেছে যশোরের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃরা হলো, অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আলেক গাজীর ছেলে মোক্তার গাজী, বনগ্রামের আজিম মোড়লের ছেলে মুরাদ হোসেন, গুয়াখোলা মহিলা কলেজ রোডের বাসিন্দা নাসির বাঘার ছেলে অনিক বাঘা, দক্ষিন দেয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন, শার্শার বৃত্তিপোতা গ্রামের মৃত শাহদতের ছেলে ইয়াকুব আলী, নাভারণ রেলবাজার এলাকার মিনহাজের ছেলে ফেরদৌস ওরফে রাজু, ঝিরকগাছা পায়রাডাাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে নাসরিন খান বিথী, যশোর সদরের শাহাপুর গ্রামের ইসরাইলের ছেলে কামরুজ্জামান, বাঘারপাড়ার আদমপুর গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে মনিরুল ইসলাম, গলগলিয়া গ্রামের সুলতান মোল্যার ছেলে আতর আলী ও অনতাই খোলা গ্রামের জাফর উদ্দিনের ছেলে বুলবুল মোর্শেদ।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলন বন্দের উদ্দ্যেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নওয়াপাড়ার ফেরিঘাট চত্বরে জড়ো হয়ে গুলি করে। এ ঘটনায় করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশ। এছাড়া আব্দুল্লাহ আল মামুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা করতে পারে আশংক রয়েছে।
অপর দিকে,২০২৪ সালের ২৯ নভেম্বর রাতে শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবের নির্দেশে বোমা হামলা করেছিল। এ মামলায় জড়িত থাকার অভিযোগে মোক্তার, মুরাদ, অনিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা ও ব্যালট বক্স ছিনতাই করতে পারে বলে আশংকা রায়েছে।
্অপর দিকে একই অভিযোগে অপর ৮ জনকে বিভিন্ন থানার পুলিশ আটক করেছে। গতকাল আটক ১২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :