• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দুপুর ২টা থেকে দেশজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিল ইনকিলাব মঞ্চ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং বাংলাদেশকে ‘ভারতীয় প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে আজ রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, রোববার দুপুর ২টা থেকে দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ কর্মসূচি শুরু হবে। শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে জাবের বলেন, “ইনসাফের এই লড়াইয়ে যারা আজ এসেছেন, তারা আগামীকালও শাহবাগে এসে দাঁড়াবেন। কোনো প্ররোচনায় বা কারও অনুরোধে এই অবরোধ তুলে নেওয়া হবে না।”


আবদুল্লাহ আল জাবের তার বক্তব্যে সরাসরি সরকারকে হুঁশিয়ারি প্রদান করেন। তিনি বলেন, “এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং ভারতকে রুখে দিয়ে বাংলাদেশকে মুক্ত করার লড়াই। যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে আমরা তাকেও মানবো না।” তিনি স্পষ্ট করে বলেন, ইনসাফের লড়াইয়ে কোনো উপদেষ্টার সাথে কোনো ধরনের আপোসে যাবে না ইনকিলাব মঞ্চ।

বক্তব্যের এক পর্যায়ে জাবের কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ‘যমুনা ভবন ঘেরাও’ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি সমর্থকদের নির্দেশ দিয়ে বলেন, “ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের খবরের ওপর ভরসা করবেন না।”


গত কয়েকদিন ধরে হত্যার হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা মৃত্যুকে ভয় করেন না। উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন?” উপস্থিত জনতা সমস্বরে ‘না’ বলে উঠলে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। আজকের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।