যশোরে বিএনপির বিজয় র্যালি উৎসব নয় সময় দায়িত্ব পালনের : অমিত
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
স্টাফ রিপোর্টার : বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এখন উৎসব করার সময় নয়। সময় দায়িত্ব পালনের। গণতান্ত্রিক পরিবেশ, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন নিশ্চিত করার লড়াই চালিয়ে যেতে হবে। যাতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়।
আজ বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে বিজয় র্যালির পূর্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে, তা আর কাউকে করতে দেওয়া হবে না। এ দেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এতদিন ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, মামলা-হামলা সহ্য করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। এখনই সময় দায়িত্ব পালনের।
সমাবেশ শেষে যশোর টাউন হল ময়দান থেকে শুরু হয় র্যালি। র্যালিটি শহরের দড়াটানা মোড় হয়ে, চৌরাস্তা, আরএন রোড হয়ে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে যশোরের ৮ উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশ ও মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :