কয়লা তৈরির ৭৪ চুল্লি গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগে ৭৪টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জুনায়ারি) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, ‘যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুই গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৭৪টি চুল্লি এক্সক্যাভেটর ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ওই ইউনিয়নের আরো কয়েকটি স্থানে থাকা শতাধিক চুল্লি ধাপে ধাপে গুঁড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে চুল্লির মালিকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।’
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মৈত্র, পরিদর্শক জাহিদ হাসান, হিসাবরক্ষক মিজনুর রহমান, অভয়নগর থানা পুলিশ, আনসার ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা।
আপনার মতামত লিখুন :