বেনাপোলের প্রবীন বিএনপি নেতা শাহাদত হোসেন আর নেই, তৃপ্তির শোক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রবীন নেতা শাহাদত হোসেন (৮৫) আর নেই। বুধবার (১৫ অক্টোবর) রাতে তিনি বার্ধক্য জনিত কারনে খুলনায় গাজি মেডিকেল নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি- স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-পুতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে জোহরের নামাজের পর গ্রামের বাড়ি পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রিয় নেতার মৃত্যুর খবরে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তোপ্ত পরিবারের সাথে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ এবং জানাযা নামাজে অংশ গ্রহণ করেছেন যশোর-১, (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের সাথে সহমর্মিতা জানিয়ে শোক প্রকাশ এবং জানাযা নামাজে অংশ নেয়- বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আববু হাসান জহির, সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি’র চাচা- বিশিষ্ঠ ব্যবসায়ী ও প্রবীন ব্যক্তিত্ব শাহাদত হোসেনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য আলেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
এছাড়া বেনাপোল ও শার্শার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :