• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষা জরুরি: আমদানির প্রভাবে দাম কমার ইঙ্গিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি অর্থনীতি ডেস্ক : পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানি শুরু হওয়ার পর দাম দ্রুত কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানান, আমদানি শুরু হওয়ার পর থেকেই দাম কমতে শুরু করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। তবে দাম অত্যধিক কমে গিয়ে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও নজর রাখা হবে।

রবিবার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই মন্তব্য করেন।

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার পরে আমাদের কিছু আমদানি করতে হচ্ছে। এই আমদানির পর দেখবেন দামটা কমে যাবে। ধরুন আজকে কিন্তু দাম কমাটা শুরু হয়েছে।"

তিনি আরও স্পষ্ট করেন যে বাজার নিয়ন্ত্রণে সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায়। তার মতে, পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০ টাকার মধ্যে থাকলে উভয় পক্ষই লাভবান হবে।

"আমার তো দুই দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকেও খেয়াল রাখতে হবে, আবার ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দাম যদি ৭০ টাকার মধ্যে থাকে তাহলে দুই দিকেই সুবিধা।"

উপদেষ্টা জানান, বিগত দিনে কম দামের কারণে আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদের ভর্তুকি দেওয়ার বিষয়ে সরকারের চিন্তা রয়েছে।

সবজির বাজার পরিস্থিতি নিয়ে তিনি মনে করেন, বর্তমানে সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে এবং সামনে আরও কমবে। তিনি আশা করেন, দাম এমনভাবে না কমে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, কৃষি খাতের সুখবর দিয়ে উপদেষ্টা জানান, ইতোমধ্যে ৭০ শতাংশ পর্যন্ত আমন ধান কর্তন শেষ হয়েছে। তিনি আশা করছেন, কোনো বড় ধরনের ক্ষতি না হলে এবারও আমন ধানের বাম্পার ফলন হবে।

উপদেষ্টা কীটনাশকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "সারে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশকের কয়েকটা জাত আছে খুবই খারাপ। এগুলো বাজার থেকে যেভাবে হোক বন্ধ করতে হবে।" এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং জনসচেতনতা বাড়াতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।