ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করা হবে-জেলা প্রশাসক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, নির্বাচন ঘিরে যত ষড়যন্ত্র হোক না কেনো তা শক্ত হাতে প্রতিহত করা হবে। ২৪ এর জুলাইযোদ্ধাদের আত্মত্যাগকে ব্যর্থ হতে দেবনা।
রোববার সকালে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় সুধীজনের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সর্বস্তরের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে একটি মহল। তাদের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আগের সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনী এক নয়। কঠোর হস্তে এগুলো মোকাবেলা করা হবে। সরকারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগের নির্বাচন আর ২৬ এর নির্বাচনকে একদন্ডে মাপা যাবেনা। একটা ফেয়ার ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে যা যা দরকার সরকার তাই করবে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, মশিউর রহমান, সাবেক পৌর সভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, জামায়াত ইসলামী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ হোসেন জনি, বাজার কমিটির সভাপতি মশিউল আজম। মতবিনিময় সভাশেষে উপজেলা পরিষদ অভ্যন্তরে সেলাই মেশিন, সাইকেল বিতরণ ও শিশুকলি নাসর্ারি স্কুলের ফলাফল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী ফারজানা আশেক।
আপনার মতামত লিখুন :