• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

জুলাই গণ-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নওয়াপাড়া বাজারের এলবি টাওয়ার সংলগ্ন মহাসড়কের পাশে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজব আলী ফারাজি এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের সহ-সম্পাদক গোলাম মোস্তফা, শিল্পপতি মতিয়ার রহমান, সহ-সেক্রেটারি আব্দুল করিম, ওলামা সভাপতি ওয়ালিউল্লাহ বরকতী, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন এবং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম।

আলোচনা সভা শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।