নির্বাচন ঘিরে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল সরকার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৭
নিজস্ব প্রতিবেদক :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য সব দেশের নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ বা আগমনী ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োজিত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।
বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের পর মালদ্বীপ ও ভুটান সরকার তাদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ নির্দেশনা জারি করেছে।
- ভুটান: থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে এই স্থগিতাদেশের বিষয়টি ভুটান সরকারকে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের জানিয়েছে যে, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে হলে অবশ্যই থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আগেভাগেই ভিসা সংগ্রহ করতে হবে।
- মালদ্বীপ: মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। এই সময়ে যেসব মালদ্বীপের নাগরিক বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক, তাদের হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আগাম ভিসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে বিদেশি নাগরিকদের আগমন ও অবস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকলেও মিশনগুলো থেকে নিয়মিত ভিসা ইস্যু করা যাবে। তবে এক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, আমন্ত্রকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, আবাসস্থল এবং ফিরতি টিকিটের মতো বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে যাচাই করা হবে।
সরকার স্পষ্ট করেছে যে, নির্বাচন কমিশন (ইসি) বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশপ্রাপ্ত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তারা প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সিলসহ আগমনী ভিসা পেতে পারেন এবং ইসির সুপারিশ থাকলে তাদের ভিসা ফি-ও মওকুফ করা হতে পারে।
এই নির্দেশনাটি দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরের ইমিগ্রেশন বিভাগ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :