• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ধানের শীষের প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি
যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ওই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আবুল হোসেন আজাদ বলেন, স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তার পক্ষ কাজ করবেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সদস্য দীলিপ মোদক প্রমুখ।