• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই সরকারের মেয়াদ থাকাকালীনই তাদের বিচার সম্পন্ন করা হবে। তিনি জানান, এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন।

হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। আমি তাকে আমার নিজের ভাই মনে করতাম। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নেয়, তার হত্যার বিচার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। আমরা হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের পাশে আছি।”

উপদেষ্টা জানান, আগামী ৭ জানুয়ারির পর এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দাখিল করা হবে। তিনি বলেন, “অতীতে আসিয়া হত্যাকাণ্ডের বিচার মাত্র ছয় কার্যদিবসে সম্পন্ন হওয়ার নজির আমাদের সামনে আছে। সরকার এবারও নির্ভুল ও শক্তিশালী চার্জশিট দিতে চায়, যাতে বিচারে কোনো ফাঁকফোকর না থাকে।”


অভিযুক্তরা যদি দেশত্যাগ করে থাকে, তবে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, “পলাতকদের বিরুদ্ধে ‘ইন অ্যাবসেনশিয়া’ (অনুপস্থিতিতে) বিচার চালানো হবে। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। ভারত সরকারকে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।”

তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত করছে। এমন কোনো তথ্য আগেভাগে প্রকাশ করা হবে না যা প্রতিপক্ষকে সতর্ক বা শক্তিশালী করতে পারে।” তিনি আরও জানান, আজ (২৮ ডিসেম্বর) সকালে ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেশবাসীকে জানাবে।

উপদেষ্টা উপস্থিত আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, সরকার রাজপথে বসে না থাকলেও এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে পর্দার আড়ালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।