• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নির্বাচন পর্যন্ত চলবে নিরাপত্তা অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : নির্বাচন পর্যন্ত দেশব্যাপী চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, “আমাদের বহু অস্ত্র হারিয়ে গেছে, যেগুলো উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই লক্ষ্যেই অভিযান চালাচ্ছে এবং এই অভিযান নির্বাচন পর্যন্ত চলবে।”

দেশজুড়ে চলমান অভিযানে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও তিনি আশ্বস্ত করে বলেন, “এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং জনসুরক্ষার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আতঙ্ক বা নিরাপত্তা হুমকি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও অনেকে আশঙ্কায় ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো, যদিও আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি।”

সার্বিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার সম্পূর্ণ সতর্ক এবং কঠোর নজরদারিতে রয়েছে।”