• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মাগুরার শ্রীপুরে যৌথ অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতা গ্রেপ্তার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার নোহাটা ও তারাউজিয়াল গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নোহাটা গ্রামের মিজানুর রহমান টিটো ও তারাউজিয়াল গ্রামের শরিফুল ইসলাম সাচ্চু। টিটো আওয়ামী লীগের একজন প্রাক্তন কর্মী এবং উপজেলার ক্রীড়া সম্পাদক কনকের বড় ভাই। তিনি একটি হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামি। অপরদিকে, শরিফুল ইসলাম সাচ্চু সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

শ্রীপুর থানা ও সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে টিটোর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২টি বিদেশি রিভলভার, ৮ রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ৩টার দিকে সাচ্চুর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, সোমবার সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।