• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২২ বাংলাদেশি নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের শূন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম এবং আইসিপি কমান্ডার এনামুল কবির। বিএসএফের পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার।

ফেরত আসা ২২ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের সবার বাড়ি দেশের বিভিন্ন জেলায়। জানা গেছে, জীবিকার তাগিদে তারা বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং হায়দারাবাদসহ বিভিন্ন শহরে বিউটি পার্লার, হোটেল-বার, দোকান, ড্রাইভিং ও হোটেলে কাজ করতেন। সম্প্রতি ভারতের এক অভিযানে তারা আটক হন এবং অনুপ্রবেশ আইনে কারাদণ্ডে দণ্ডিত হন।

কারাভোগ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, যাচাই-বাছাই করে দেখা গেছে, ফেরত আসা সবাই বাংলাদেশি নাগরিক। সঠিক তথ্য-প্রমাণ পাওয়ার পরই তাদের গ্রহণ করা হয়।

পরে বিজিবি ২২ জনকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।