• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ডেইলি স্টার ভবনে হামলা: লুট হওয়া সরঞ্জামসহ গ্রেপ্তার ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : 
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ডেইলি স্টার ভবনে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আজমির হোসেন আকাশ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ভবনটি থেকে লুট হওয়া কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আজমির হোসেন আকাশ তেজতুরীবাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে। বুধবার (২৪ ডিসেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভয়াবহ সেই হামলার প্রেক্ষাপট: র‍্যাব জানায়, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার ভবনে হামলা চালায়। হামলাকারীরা ভবনের গেট ও কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় তারা কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা চালায় এবং আসবাবপত্র ও নথিপত্রে আগুন ধরিয়ে দেয়।

ক্ষয়ক্ষতির বিবরণ: মামলার এজাহার অনুযায়ী, এই হামলায় ভবনের বিভিন্ন তলায় থাকা প্রায় দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, উচ্চপ্রযুক্তির ক্যামেরা, সার্ভার ও স্টুডিও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এতে আনুমানিক ৫ কোটি টাকার ইলেকট্রনিক ডিভাইসের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অফিসের লকার থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করার অভিযোগও আনা হয়েছে।

আইনি ব্যবস্থা ও উদ্ধার: এ ঘটনায় গত ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করা হয়। মামলার পর তৎপরতা শুরু করে র‍্যাব। গ্রেপ্তার আকাশের কাছ থেকে লুণ্ঠিত দুটি মনিটর, একটি সিপিইউ, হার্ডডিস্ক এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা মিজানুর রহমান জানান, "সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এই জঘন্য হামলার সাথে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"