• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট মিন্ত সোয়ের মৃত্যু


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :  মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট মিন্ত সোয়ে আর নেই। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মিন্ত সোয়ে। ২০২৪ সাল থেকে তিনি চিকিৎসা ছুটিতে ছিলেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব থেকে বিরত ছিলেন। তার অনুপস্থিতিতে সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের জুলাই মাসে মিন্ত সোয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং-এর কাছে।

এর আগে মিন্ত সোয়ে মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি মূলত জান্তা সরকারের প্রতীকী একজন প্রতিনিধি ছিলেন, যিনি বাস্তব ক্ষমতা প্রয়োগে সীমিত ছিলেন। সামরিক নেতৃত্বাধীন সরকারের অধীনে তার ভূমিকাকে অনেকটাই আনুষ্ঠানিক বলে মনে করা হতো।

মিন্ত সোয়ের মৃত্যুতে মিয়ানমারের রাজনীতিতে একটি প্রতীকী পরিবর্তন ঘটলেও, দেশটির প্রকৃত ক্ষমতা এখনও সেনাপ্রধান মিন অং হ্লাইং-এর হাতেই কেন্দ্রীভূত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।