রেনাটার নতুন গন্তব্য: তুরস্ক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬
অর্থনীতি ডেস্ক :
ঢাকা দেশের ওষুধ খাতের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি রেনাটা পিএলসি এবার তুরস্কের বাজারে ওষুধ রপ্তানির ঘোষণা দিয়েছে। কোম্পানিটি টার্কিশ মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এজেন্সি (TITCK) থেকে ওষুধ রপ্তানির প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য নিশ্চিত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
রেনাটার দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি তুরস্কের বাজারে মূলত ওরাল ডজেজ ফার্মাসিউটিক্যালস পণ্য অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল রপ্তানি করবে। তুরস্কের বাজারের কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব ওষুধ উৎপাদন করা হবে।
ভৌগোলিকভাবে তুরস্ক ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত। রেনাটা মনে করছে, তুরস্কে প্রবেশের মাধ্যমে এই দুই অঞ্চলের বিশাল বাজারে বাংলাদেশি ওষুধের গ্রহণযোগ্যতা ও বাজার সম্প্রসারণের এক বিশাল সুযোগ তৈরি হবে। কোম্পানিটির বিশ্ববাজারের লক্ষ্যমাত্রা পূরণে এটি একটি বড় কৌশলগত সাফল্য।
দেশের শীর্ষস্থানীয় এই ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে রেনাটার ওষুধ রপ্তানি হচ্ছে। তুরস্কের বাজারে প্রবেশের মাধ্যমে তাদের এই দীর্ঘ তালিকায় নতুন একটি শক্তিশালী দেশ যুক্ত হলো।
ওষুধ ও রসায়ন খাতের অন্যতম শক্তিশালী এই মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির নতুন এই ব্যবসায়িক সিদ্ধান্তের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। রেনাটার এই সাফল্য দেশের সামগ্রিক রপ্তানি আয়েও ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :