যশোরের বিএনপি প্রার্থী অমিতের নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ খারিজ
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের আদালতে হাজির হয়ে লিখিত ও মৌখিক জবাব দিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত বিচারক মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সিভিল জজ মাসুদ রানা অভিযোগের লিখিত ও মৌখিক জবাবে শুনানি শেষে খারিজ করে দিয়েছেন। একই সাথে বিচারক নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আরও যতœবান থাকার আহŸান জানিয়েছেন।
গতকাল রোববার সকালে তিনি যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জবাব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রর্থীর আইনজীবী দেবাশীষ দাস।
অ্যাডভোকেট দেবাশীষ দাস জানিয়েছেন, অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচন কমিশনের নির্ধারিত যশোর আদালতে হাজির হন। তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন। বিচারক প্রার্থীর বক্তব্য শোনেন ও লিখিত জবাবের পর্যালোচনা করেন। জবাবে সন্তোষ প্রকাশ করে বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন। শুনানিকালে জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জিপি আব্দুল মোহাইমেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর, হাজী আনিসুর রহমান মুকুলমগ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সাংবাদিকদের জানিয়েছেন, বিচারক প্রার্থী অমিতের মৌখিক ও লিখিত বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আরও যতœবান থাকার আহŸান জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে অমিতকে ১১ জানুয়ারি রোববার সকাল ১১টায় আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী গতকাল অনিন্দ্য ইসলাম অমিত আদালতে হাজির হয়ে জবাব দেন।
আপনার মতামত লিখুন :