• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

রাজধানীতে সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান।


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : May 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

 
এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে ইতোমধ্যে নানামুখী প্রস্তুুতি নেওয়া হয়েছে। সমাবেস উপলক্ষে শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শ্রমিকদের সব সংগঠনকে এই সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোও শ্রমিক সমাবেশে তাদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে।