• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছাবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চৌগাছাবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১ডিসেম্বর) প্রেসক্লাব চৌগাছা চত্বরে জামায়াতে আসর নামাজ শেষ করে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ। এসময় মঞ্চে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান। 
দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী, বিএনপির মনোনয়ন প্রত্যাশি যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, মনোনয়ন প্রত্যাশি চৌগাছা উপজেলা বিএনপির বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলীবুদ্দীন খান আলী, উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুস আলী, হুসাইন আহমেদ, শফি উদ্দিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, সেক্রেটারি মাস্টার শহিদুল ইসলাম, চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী কদর, উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম অসিম, পৌর যুবদলের আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দীন মঈন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেরান হাসান জিতু, উপজেলা কৃষক দলের সভাপতি আসগর আলী, সেক্রেটারি শাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুল আমিন প্রমুখ। দোয়া ও মোনাজাতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।