• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে এসিড নিক্ষেপ: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীসহ তিনজন দগ্ধ, মূল অভিযুক্ত জসিম আটক


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের ঝিকরগাছায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারীসহ তিনজনের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় মূল অভিযুক্ত জসিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে তাকে নড়াইলের একটি এলাকা থেকে আটক করা হয়।

আটক জসিম শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের সিদ্দিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশের মিডিয়া সেল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানায়নি তারা।

পুলিশ জানায়, গদখালীর মঠবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের কর্মচারী হিসেবে কাজ করতেন জসিম। তিনি দীর্ঘদিন ধরে ফজলুর রহমানের মেয়ে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকেন।

গত ৩ জুলাই রাত ৯টার দিকে জসিমসহ তার সহযোগীরা রিপার বাড়িতে গিয়ে জানালা দিয়ে তাকে দেখতে পান এবং লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে রিপা, তার মা রাহেলা বেগম এবং ছোট ভাই ইয়ানূর রহমান দগ্ধ হন। ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযানে নামে।

পুলিশের এক গোপন সূত্র জানায়, জসিম নড়াইলের এক বিল এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে ঝিকরগাছা থানার একটি দল জেলে ছদ্মবেশে সেখানে যায় এবং কৌশলে তাকে গ্রেপ্তার করে।