• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের পাশে এসএসসি-১৯৮২ ব্যাচ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে এসএসসি-১৯৮২ ব্যাচের উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন গরীব ও অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে এক হাজার টাকা করে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, এসএসসি-১৯৮২ ব্যাচের এম এ খালেক, অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু প্রমুখ। এসএসসি-১৯৮২ ব্যাচের আমেরিকা প্রবাসী শাকিল মনজুর খান দিপুর সহযোগিতায় ও ঢাকায় অবস্থানরত খালেকুজ্জামান খানের দিকনির্দেশনায় চিকিৎসার জন্য অসহায় রোগীদের মাঝে ওই নগদ অর্থ বিতরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীরা টাকা পেয়ে খুশি প্রকাশ করেন।