
মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ৬ জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আটকরা নারী-পুরুষ ও শিশুসহ ছিলেন এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
রোববার সকাল সাড়ে ৯টায় মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাঙ্গা গ্রামের মাঠ থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু রয়েছেন। তারা রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :