• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় স্বাস্থ্যকর্মীদের অবস্থান কর্মসূচি


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের শার্শায় প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) সদস্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির শার্শা শাখার আয়োজনে কর্মসূচিতে নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়ন, বেতন বৈষম্য নিরসন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি তুলে ধরা হয়।
স্বাস্থ্য সহকারীরা জানান, তারা জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করতে চান না। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দীর্ঘ উদাসীনতা এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতে নামতে হয়েছে।
তারা বলেন, “সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া প্রস্তাব অনুযায়ী দাবিগুলো প্রজ্ঞাপন আকারে প্রকাশ করলেই আমরা অবিলম্বে কর্মস্থলে ফিরে যাব।
অংশগ্রহণকারীরা আরও বলেন, তারা দেশের প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ জনস্বাস্থ্যের বিভিন্ন সেবায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেন। জন্মের পর নবজাতককে ১০টি মারাত্মক রোগের প্রতিষেধক টিকা প্রদান তাদের দায়িত্বের অন্যতম অংশ।
তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ টিকাদান কর্মসূচিতে বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশ থেকে গুটিবসন্ত নির্মূল হয়েছে, মাতৃ ও শিশুমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বাংলাদেশ পোলিওমুক্ত দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া হাম, রুবেলা, করোনা, জরায়ুমুখের ক্যান্সার (এইচপিভি) এবং সর্বশেষ প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড (টিসিভি) টিকা সফলভাবে প্রদান করেছেন তারা।
স্বাস্থ্যকর্মীদের ভাষায়, “আমাদের কাজের ফলে দেশে গড় আয়ু বেড়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাস্থ্যখাত পরিচিতি লাভ করেছে। কিন্তু অবদান থাকা সত্ত্বেও আমরা আজ অবহেলা ও বৈষম্যের শিকার।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- শার্শা এফপিআই আবুল খায়ের, আলাউদ্দিন আল আজাদ, এফডব্লিউভি মিতা খাতুন, শিরিন সুলতানা, নাসিমা খাতুন, এফডব্লিউএ সাফিয়া খাতুন, নাজমা খাতুনসহ অনেকে।