• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মনিরামপুরকে হারিয়ে নড়াইলের জয়


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫, ৬:২৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম স্মরণে যশোরের অভয়নগরে ‘তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২য় খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নড়াইলের চাচড়া ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে মনিরামপুরের রহোন মৎস্য খামার ফুটবল একাদশকে হারিয়ে ২য় পর্বে উত্তীর্ণ হয়।
নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে টুর্নামেন্ট কমিটি সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের আব্দুর রহমানকে পুরষ্কৃত করা হয়। 
ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারক কুমার বসুর সভাপতিত্বে ২য় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কামরুজ্জামান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুজ্জামান টুলু, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদ, রুহুল আমিন সরদার প্রমুখ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একই মাঠে বিকাল ৩ টায় টুর্নামেন্টের ৩য় খেলায় পাচাকড়ি ফুটবল একাদশের মুখোমুখি হবে শাশা ফুটবল একাডেমি।