যশোরে কলেজ ছাত্র হত্যচেষ্টা মামলায় দুই বছর করে কারাদন্ড
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২
স্টাফ রিপোর্টার,যশোর:
যশোর সদরের আড়পাড়া গ্রামের কলেজ ছাত্র সামছুর জামান তুহিন হত্যা চেষ্টা মামলায় দুইজনকে দুই বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তুহিনকে খালাস দেয়া দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, আড়পাড়া গ্রামের মহসিন মোহরারের ছেলে সাগার ও আবু বক্কারের ছেলে শাহিন। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ১৮ অক্টোবর আড়পাড়া গ্রামের গোলাম মোস্তার ছেলে এমএম কলেজের শিক্ষার্থী রানা ও তার বন্ধু রকি গ্রামের মন্টুর চায়ের দোকানে পান করে। রাত ৯ টাকার রানা ও রকি মোটরসাকেলে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেয়ার সময় আসামিরা তাদের গতিরোধ করে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ৫ নভেম্বর রানার ভাই রাশিক হাসান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই কবির হোসেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি সাগর ও শাহিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ২ বছর করে সশ্রম কারাদন্ড ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :