ভারতে ১০ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন চট্টগ্রামের রোনাল বড়ুয়া
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
বেনাপোল প্রতিনিধি :
ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে প্রায় এক বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া নামে এক বাংলাদেশি যুবক। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা রোনাল বড়ুয়া চট্টগ্রাম জেলার পদুয়া থানার নেপাল বড়ুয়ার ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, রোনাল বড়ুয়া পাসপোর্ট-ভিসা নিয়ে ভারতে গেলেও মেয়াদের অতিরিক্ত সময় অবৈধভাবে সে দেশে অবস্থান করছিলেন। এক পর্যায়ে পুলিশের হাতে আটক হয়ে তিনি কারাভোগ করেন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ভুক্তভোগী রোনাল বড়ুয়া বলেন, "আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমি সেখানে থেকে গিয়েছিলাম। পরে পুলিশের হাতে ধরা পড়ে প্রায় এক বছর জেল খাটতে হয়েছে। দীর্ঘ সময় পর নিজ দেশে ফিরতে পেরে আমি স্বস্তি বোধ করছি।"
হস্তান্তর প্রক্রিয়া শেষে তাকে মানবাধিকার সংস্থা ‘যশোর রাইটস’-এর কাছে সোপর্দ করা হয়েছে। সংস্থাটির এরিয়া কো-অর্ডিনেটর সফিকুর রহমান জানান, ফেরত আসা যুবককে আপাতত তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :