• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মুস্তাফিজকে কেনায় তোপের মুখে শাহরুখ খান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন আসরের নিলামে ৯ কোটি রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে এখন চরম বিপাকে পড়েছেন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান। ‘কাটার মাস্টার’খ্যাত মুস্তাফিজকে এত বিপুল অর্থে দলে ভেড়ানোর পর থেকে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহলে শাহরুখকে নিয়ে তীব্র বিতর্ক ও কটাক্ষ শুরু হয়েছে।

শিবসেনার আল্টিমেটাম পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার পক্ষ থেকে শাহরুখ খানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে এক বিবৃতিতে মুস্তাফিজকে দল থেকে সরানোর আল্টিমেটাম দিয়ে বলেছেন, “শাহরুখ যদি নিজের সম্মান বাঁচাতে চান, তবে অবিলম্বে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত।” তিনি আরও দাবি করেন, একজন বাংলাদেশি ক্রিকেটার ভারত থেকে যে অর্থ উপার্জন করবেন, তা তাদের দেশে ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ‘বিশ্বাসঘাতক’ তকমা সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার বিষয়ে উগ্র জাতীয়তাবাদী মহলে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মুস্তাফিজকে বিপুল অর্থে কেনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছেন নেটিজেনদের একাংশ। সমালোচনাকারীদের তালিকায় রয়েছেন ভারতের প্রভাবশালী আধ্যাত্মিক গুরু থেকে শুরু করে বিজেপি নেতারাও।

চাপে কলকাতা নাইট রাইডার্স নিলামের শুরু থেকেই মুস্তাফিজকে নিয়ে কেকেআরের আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত ৯ কোটি রুপিতে তাকে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই বিনিয়োগই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শাহরুখের জন্য। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, আকাশচুম্বী দাম এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই অস্থিরতা তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলোর এই প্রবল চাপ এবং আল্টিমেটামের মুখে শাহরুখ খান ও কেকেআর কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়। মুস্তাফিজ কি শেষ পর্যন্ত কলকাতার জার্সিতে মাঠে নামবেন, নাকি বিতর্কের মুখে তাকে ছেঁটে ফেলতে বাধ্য হবে ফ্র্যাঞ্চাইজিটি—তা নিয়ে ক্রীড়ামহলে চলছে টানটান উত্তেজনা।