• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল স্থলবন্দরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অস্থায়ীভাবে দুইজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে যশোর জেলা প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।


জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ শাখার ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের নির্দেশনার (স্মারক নং ১৮.০০.০০০০.০২৬.০১৮.১১.২৪-১৫৪) আলোকে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের দপ্তর থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, স্থলবন্দরে স্থায়ী পদ সৃজন ও নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা, যশোর।
এই নিয়োগের উদ্দেশ্য হলো বেনাপোল স্থলবন্দরে চলমান প্রাসনিক অনিয়ম, নিরাপত্তা দুর্বলতা ও শৃঙ্খলার অভাব দূর করা। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি স্থলবন্দরের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদনে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সুপারিশ করেছিল। সেই সুপারিশের প্রেক্ষিতেই জেলা প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গেছে।

জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, “বেনাপোল স্থলবন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে অস্থায়ীভাবে এই দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হলো।

এই নির্দেশনার অনুলিপি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার, পুলিশ সুপার যশোর, ৪৯ বিজিবি অধিনায়ক ও বেনাপোল স্থলবন্দরের পরিচালকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রেরণ করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মোঃ শামীম হোসেন বলেন, বন্দর এলাকায় আইন-শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দেশের উন্নত বন্দরের সাথে মিল রেখে আমরা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছিলাম, সরকার-অস্থায়ীভাবে দুইজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। ভবিষ্যতে স্থায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছি। ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।

বন্দর এলাকায় আইন-শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সরকারের এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সিএন্ডএফ ব্যবসায়ী উজ্জল। তিনি এ বন্দরে উন্নত ধরণের প্রশিক্ষণপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের দিয়ে বন্দর ও কাস্টমস নিয়ন্ত্রণের দাবী জানিয়েছেন।