
স্টাফ রিপোর্টার, যশোর:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের শীর্ষ নেতা রাশেদ খান। সোমবার (১ জুলাই) রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
রাশেদ খান লিখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
তাঁর এই ঘোষণার পরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ক্রিনশট শেয়ার করে অনেকে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন। হঠাৎ এ ধরনের পদত্যাগে হতবাক হয়েছেন সংগঠনের নেতাকর্মীসহ যশোরের ছাত্র রাজনীতির সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্যের যশোর জেলা কমিটি অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদ। এরপর থেকেই কমিটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের সময় দেশজুড়ে যখন মোমবাতি প্রজ্বালন কর্মসূচি চলছে, ঠিক তখনই রাশেদের এ পদত্যাগ অনেকের কাছে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে।
পদত্যাগের কারণ জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রাশেদ খানের মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :