• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সীমান্তে বিজিবির তৎপরতা: দুই লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ, উন্নতমানের শাড়ি, থ্রি-পিস, কম্বল, শাল চাদর এবং বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এই সকল মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ২,০৭,২০০ (দুই লক্ষ সাত হাজার দুইশত) টাকা। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি