• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের কেশবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে আল আমিন মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে শহরের পৌর সড়কের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উন্মুক্ত বৃত্তিপ্রাপ্ত ৭৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে প্রদান করা হয় ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ।

আল আমিন মডেল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, ওপেন স্কলারশিপ অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, অভিভাবক প্রভাষক কাকলী রানী দাস, হুমায়ুন কবীর সুমন, হাফিজুর রহমান, কৃষিবিদ তবিবুর রহমান, প্রভাষক জিয়াউর রহমান, শিক্ষক মোহন লাল নাথ ও শিক্ষক সাহা বৈদ্য নাথ। স্বাগত বক্তব্য দেন, আল আমিন মডেল একাডেমির অধ্যক্ষ সুমন কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আশিষ আঢ্য। আলোচনার পরে অতিথিরা আল আমিন মডেল একাডেমি থেকে উন্মুক্ত বৃত্তিপ্রাপ্ত ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন সংবর্ধনা পেয়ে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা খুশি প্রকাশ করেন।