• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : যশোরে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মো. নওশের আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শহরের বকচর এলাকার মৃত নজির আলীর ছেলে।

ডিবি সূত্র জানায়, ২০১৮ সালের এক মামলায় আদালত নওশের আলীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকা অর্থদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) অলক কুমার দে ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।