যশোরে কেশবপুরে যুবকের লাশ উদ্ধার
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর থেকে তারেক সরদার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গৌরীঘোনা বুড়িভদ্রা নদীর পাড়ে একটি ওলক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যার পর তার লাশ ফেলে দেয়া হয়।
নিহত তারেক সরদার ওই গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, বুধবার বিকেলে (১৩ আগস্ট) তারেক বাড়ি থেকে টাকা আনতে যাবেন বলে বের হন, কিন্তু আর ফেরেননি। তার মোবাইল ফোনটিও বাড়িতে ছিল। সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।
কেশবপুর থানার ওসি (তদন্ত) খান শরিফুল ইসলাম জানান, সকালে জোহর আলী নামে এক ব্যক্তি লাশটি দেখতে পান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পেট, হাত ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধের আলামতও পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :