• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানা ও নীরবসহ ৮ নেতা বহিষ্কার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আটজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

যাদের বহিষ্কার করা হলো বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরুণ দে-কেও বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির ভাষ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

প্রেক্ষাপট বিএনপির বর্তমান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পর্যায়েই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান রয়েছে হাইকমান্ডের। তবে এই আট নেতা স্বতন্ত্র বা অন্য উপায়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের নীতি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বেগম খালেদা জিয়ার প্রয়াণ ও শোকের আবহের মধ্যেই দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে এই জরুরি সিদ্ধান্ত নিল বিএনপি।