• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইলিশ রক্ষায় পায়রা-তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান: ২৪ জেলে আটক, ৫০ হাজার মিটার জাল জব্দ


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

পটুয়াখালী প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর বাউফল উপজেলায় পায়রা ও তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ২৪ জন জেলেকে আটক করা হয় এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, ১১ জনকে জরিমানা করা হয়। পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজন হলেন: বাকেরগঞ্জ উপজেলার মো. লিখন (২১), রফিক মোল্লা (৩০), রাসেল মোল্লা (৩৭), শফিক মোল্লা (২৪), মো. রহমান মোল্লা (৪০); বাউফল উপজেলার জলিল গাজী (৫৫), মো. ইউসুফ বেপারী (২৮); ভোলার আ. রব (৫১), মো. শফিকুল ইসলাম (২০), এবং মো. মিজান (২২)।

জব্দ করা জালগুলো পরে তেঁতুলিয়া নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

বাউফল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এম এম পারভেজ জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এই প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। অসাধু জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য তাদের এই তৎপরতা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এই সময়ে সারাদেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। পটুয়াখালী জেলায় ১ লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলে রয়েছে ৮০ হাজার ২০ জন। প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকায় এই ২২ দিনের জন্য ৬৭ হাজারের বেশি নিবন্ধিত জেলেকে সরকারি ভিজিএফের ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।