হাদি হত্যার বিচারে ৭ জানুয়ারির আলটিমেটাম, অন্যথায় সরকার পতনের আন্দোলনের ডাক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জানুয়ারী ২০২৬, ১১:৩২
স্টাফ রিপোর্টার :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একইসঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে সব অপরাধীকে আইনের আওতায় না আনলে সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে ওই এলাকার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
সরকারের বক্তব্যের প্রতি অনাস্থা অবরোধ কর্মসূচিতে আবদুল্লাহ আল জাবের বলেন, "ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভিন্ন সময়ের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।"
তদন্ত ও চার্জশিট নিয়ে আপত্তি হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বলছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হলে তা আমরা মেনে নেব না।"
এক দফার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে হবে। আবদুল্লাহ আল জাবের হুঙ্কার দিয়ে বলেন, "যদি ৭ জানুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ না হয় এবং মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়, তবে ৭ জানুয়ারির পর থেকেই এই সরকার পতনের আন্দোলন শুরু হবে।"
অবরোধ চলাকালে নেতাকর্মীরা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আধিপত্যবাদ নিপাত যাক’ সহ বিভিন্ন স্লোগান দেন। বিকেলের দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :