• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে শহরের প্রেসক্লাবে মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ শেষে প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে একটি বিশাল বিজয় মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিলে দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। 

অনুষ্ঠানের শুরুতে পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রোস্তমপুর দাখিল মাদরাসার সহসুপার মাওলানা আব্দুল আলিম আলম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম সভাপতিত্ব করেন। 

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সাংসদ প্রার্থী যশোর জেলা বিএনপির নেতা ও যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, একই আসনের সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আলীবুদ্দিন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-অধ্যাপক বিএম হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের পলায়নের সূচনাদিন। জনতার আন্দোলনে ভীত হয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। ইতিহাস তার সাক্ষী। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পাশে থাকবো। ক্ষমতার পরিবর্তনের এই লড়াই দলীয় ঐক্যের মধ্য দিয়েই সফল হবে।”