• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২৫ এ+ প্রাপ্ত ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫ এ+ প্রাপ্ত ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। 

রোববার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সংসর্ধনা অনুষ্ঠানে প্রাধন অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের নৈতিক চরিত্র ও মুল্যবোধ বিকাশের সাথে ক্যারিয়ার বিকশিত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মানে আজকের তরুণদেরই সামনে এগিয়ে এসে একেক জনকে সেনাপতির দায়িত্ব তুলে নিতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে বিশ্ব মাঝে শীর্ষ পর্যায়ে তুলে ধরতে ছাত্রশিবির আপামর ছাত্র সমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।

যশোর শহর শাখার সভাপতি আহমদ ইবরাহীম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম সভাপতি ইসমাইল হোসেন, ডাক্তার নুর কুতুবুল আলম, অধ্যাপক শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার জহুরুল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে আহমদ ইবরাহীম আরও বলেন, ছাত্রশিবির সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একজন ছাত্রকে  দেশ ও দশের কল্যানে নিয়োজিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি তরুণ ছাত্র সমাজকে ছাত্রশিবির সম্পর্কে জানার এবং দেশ গঠনের এই পথচলায় ছাত্রশিবিরে শামিল হওয়ার আহবান জানিয়েছেন। 

কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, গিফটব্যাগ ও ফুলেল শুভেচ্ছা  প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

যশোরের ঐতিহ্যবাহী তরঙ্গ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবাশেন করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।