• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তফসিল ঘোষণার পর যে বার্তা দিলো এনসিপি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষ ভোট আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতার অভাব রয়েছে। দলীয় চাপের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ অবস্থায় এ নির্বাচন আয়োজন করা যাবে—তা নিয়ে সন্দেহ আছে।
তিনি আরও বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের উদ্দ্যেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন।  সেটা বাস্তবায়ন হওয়ার পথে। আমরা সাধুবাদ জানাচ্ছি।
 
ইসির অবস্থান নিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে। তবে নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাব আশঙ্কা করছি। এ অবস্থায় জনগণকে আহ্বান জানাই, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেন।
 
তিনি বলেন, নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম, কিন্তু সেটা উপেক্ষা করা হয়েছে।
সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছারও অভাব আছে বলে মনে করেন এনসিপির এই নেতা। 
এ সময় এনসিপিতে আসিফ মাহমুদের যোগদান নিয়ে করা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, আসিফ মাহমুদ এনসিপিতে এসে সংস্কারের পক্ষে কাজ করুক এটাই প্রত্যাশা করবো। তবে কারো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কিছু বলবো না।